ছোটবেলা থেকে মাঠে, ঘাটে, জলাজঙ্গলে ঘুরে ঘুরে ফড়িং, প্রজাপতি, মাছ, পশুপাখি, গাছের সাথে সখ্যতা। একটু বড় হয়ে স্কুল, এবং তার পরে কলেজ পালানোর নেশায় এর ব্যাপ্তি আরও বৃদ্ধি পাওয়ায়, অনেক নতুন ও অদ্ভুত সব মানুষের সান্নিধ্য লাভের সুযোগ ঘটে। পরবর্তীকালে ছত্রিশ বছরের কর্মজীবনে ও ভ্রমণের নেশায় আরও বিচিত্র চরিত্রের মানুষ, বিচিত্র সংস্কার, বিচিত্র জায়গা দেখার ও বিচিত্র সব অভিজ্ঞতা লাভের সুযোগ ঘটে।
ফলে এইসব বিচিত্র মানুষ, বিচিত্র অভিজ্ঞতা, বিচিত্র ঘটনা, সংস্কার ও ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে লেখার শুরু। আজ তার থেকেই একটা লেখা, সকলের জন্য পরিবেশন করলাম। আশা করি পাঠকদের ভালো লাগবে।
সুবীর কুমার রায়।
২৪-০৬-২০১৪
সুন্দর মুখপত্রটিি লিখেছিিস ।
Thanks a lot for the comment my friend.
Bhalo lekha asha korchhi